আজকাল ওয়েবডেস্ক: সেই কলকাতা। সেই আন্তোনিও লোপেজ হাবাস। সেই জয় দিয়ে শুরু। শুধু বদলে গিয়েছে জার্সি। মোহনবাগান সুপার জায়ান্টকে আইএসএল‌ লিগ শিল্ড জেতানো কোচ আই লিগ অভিযান শুরু করলেন জয় দিয়ে। শুক্রবার কল্যাণীতে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে ১-০ গোলে হারাল ইন্টার কাশি। জয়সূচক গোল করেন এডমন্ড লালরিনডিকা।‌ গত মরশুমে মোহনবাগানকে সাফল্য দিলেও রাখা হয়নি হাবাসকে। ইন্টার কাশিতে যোগ দেন বর্ষীয়ান কোচ। এবার কলকাতা থেকেই আই‌ লিগে অংশ নিচ্ছে হাবাসের দল। প্রথমে তাঁদের ঘরের ম্যাচগুলো নৈহাটিতে হওয়ার কথা হলেও, শেষপর্যন্ত সেটা বদলে কল্যাণী হয়। 

শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে জয় দিয়েই অভিযান শুরু করল ইন্টার কাশি। এদিন প্রথম থেকেই আধিপত্য ছিল হাবাসের দলের। শুরুতেই দলকে এগিয়ে দিতে পারতেন জনি কাউকো। তাঁর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ২৪ মিনিটে নিশ্চিত গোল বাঁচান বেঙ্গালুরু গোলকিপার সত্যজিৎ বরদোলই। সুমিত পাসির হেড বাঁচিয়ে দেন। তার পাঁচ মিনিটের মধ্যে আবার অনবদ্য সেভ। এবার কাউকোর নিশ্চিত গোল বাঁচান। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়ায় ইন্টার কাশি। দুই উইং দিয়ে আক্রমণ আছড়ে পড়ে। তার ফলও মেলে। ৭২ মিনিটে কার্তিক পানিকারের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন এডমন্ড লালরিনডিকা। এই গোলই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।